উগ্র জঙ্গিরা গতরাতে দেইর আজ-জোর প্রদেশের একটি মরু সড়কে এই বীভৎস হত্যাকাণ্ড চালায়। লেবানন-ভিত্তিক আল-মায়াদিন টেলিভিশন নেটওয়ার্ক জানিয়েছে, হামলায় ২০ সিরীয় সৈন্য নিহত হওয়া ছাড়াও অপর ১০ জন আহত হয়েছেন।
সিরিয়ার উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে এখনও আইএস জঙ্গিদের শক্ত ঘাঁটি রয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই গোষ্ঠী তাদের হামলা জোরদার করেছে। ২০১৩ সালে সিরিয়া ও ইরাকের বিস্তীর্ণ এলাকা দখল করে নিয়েছিল আইএস। তবে ২০১৯ সালে এই গোষ্ঠী সিরিয়ার পূর্বাঞ্চলে তাদের সর্বশেষ প্রকাশ্য ঘাঁটি থেকে বিতাড়িত হওয়ার পর থেকে আন্ডারগ্রাউন্ড তৎপরতায় চলে গেছে।
গত সপ্তাহে আইএস তাদের নেতা আবু আল-হুসেইন আল-হুসেইনি আল-কুরাশির নিহত হওয়ার খবর দেয়। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে এক সংঘর্ষে তার নিহত হওয়ার খবর দিয়ে জঙ্গি গোষ্ঠীটি আবু হাফস আল-হাশিমি আল-কুরাশিকে তাদের নতুন নেতা ঘোষণা করেছে। গতমাসে আইএস সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে সাইয়্যেদা জয়নাব এলাকায় দু’টি বোমা হামলার দায়িত্ব স্বীকার করে। ওই দুই হামলায় কয়েক ডজন মানুষ হতাহত হয়।#
342/